বুধবার , ২ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব: নজরুল ইসলাম খান

প্রতিবেদক
The Daily World News
জুলাই ২, ২০২৫ ৮:৩৭ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি

জাতীয় | 2nd July, 2025 12:30 pm

‎জনগণের শাসন কায়েম কেবল নির্বাচনের মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ বুধবার (২ জুলাই) ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন ঘটেছে, সে লক্ষ্য এখনও অর্জিত হয়নি। জনগণ এখনও তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারেনি। এ সময়, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করতে, গণতান্ত্রিক ও প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে এমন অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, জনগণ জানে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বৈরাচারকে সমর্থন যুগিয়েছিল, আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে। অন্য কোনও রাজনৈতিক দল ভুল বার্তা দিলেও জনগণ গ্রহণ করবেনা, বরং এতে তারা নিজেদের গ্রহণযোগ্যতা হারাবে বলেও মন্তব্য করেন তিনি।

‎অপরদিকে, দেশের কোথাও বিএনপির কোনও নেতা অপরাধে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র এই নেতা। সেইসাথে, আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দিবে না বরং খুশি হবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ