সারাদেশ | 2nd July, 2025 11:42 pm
চট্টগ্রামের পটিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (২ জুলাই) সকালে ব্লকেড কর্মসূচি পালন করতে প্রথমে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন।
স্থানীয়রা জানায়, গতকাল রাত ৯টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নেয়া হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে অসম্মতি জানায়।
এ নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ।
সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন বলে দাবি শিক্ষার্থীদের। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়। তা প্রতিহত করতে গিয়ে পুলিশের ৩-৪ জন সদস্য আহত হয়েছেন।
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft