ধূমপান ক্যানসারের কারণ। তা জানা থাকলেও মানেন না ধূমপায়ীরা! বিভিন্ন গবেষণায় জানা গেছে, শুধু ক্যানসারই নয় বরং ধূমপান হৃদরোগেরও কারণ।
এর পাশাপাশি হাই প্রেশার, ডায়াবেটিসম স্থূলতাসহ নানা সমস্যাও সৃষ্টি করে ধূমপান। আসলে ধূমপান শরীরকে নানাভাবে সমস্যায় ফেলতে পারে। তবুও মানুষ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেন না।
ধূমপানের বিভিন্ন সমস্যার মধ্যে একটি হলো পুরুষের স্পার্ম কাউন্ট কমে যাওয়া। যা পুরুষের বন্ধ্যাত্বের কারণ হতে পারে। অনেকেরই ধারণা আছে, ধূমপান করলে শুধু ফুসফুসেই সমস্যা দেখা দেয়। আসলে তা কিন্তু নয়। শুধু ফুসফুস নয় বরং পুরো শরীরেই প্রভাব ফেলে ধূমপান।
২০১৬ সালের এপ্রিল মাসে ইউরোপিয়ান ইউরোলজি এক গবেষণা থেকে জানা যায়, ধূমপান শুক্রাণুর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। ইউরোপের ৫০০০ পুরুষের উপর করা হয় এই গবেষণা।
তাদের ডিম্বাণুতেও সমস্যা হতে পারে। আবার পরোক্ষ ধূমপানেও এ সমস্যা হতে পারে। এমনকি ধূমপান ছাড়াও জরদা, খৈনি, পান মসলার রূপে তামকা খেলেও সমস্যা দেখা দিতে পারে।
প্রকাশক ও সম্পাদক:- এ. কে. এম. সামিউল হক
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft