দোকান বা বাসা ভাড়ার সিকিউরিটি মানি বা অ্যাডভান্সের হিসেবে যে অর্থ গ্রহণ করা হয় তা দুই রকম হয়। চুক্তি যদি এ রকম হয় যে অ্যাডভান্সের টাকা প্রতি মাসে ভাড়া থেকে কর্তন করা হবে, তাহলে দোকানের মালিকই ওই অর্থের
মালিক গণ্য হবেন এবং ওই অর্থের জাকাত তাকেই আদায় করতে হবে।
আর যদি সম্পূর্ণ অর্থই ফেরৎযোগ্য হয় অর্থাৎ চুক্তি যদি এ রকম হয় যে ওই অর্থ দোকান বা বাড়ির মালিকের কাছে জামানত হিসেবে থাকবে এবং দোকান বা বাড়ি ছেড়ে দিলে তা ভাড়াটিয়াকে ফেরৎ দেওয়া হবে, তাহলে ওই টাকার
জাকাত ভাড়াটিয়াকে আদায় করতে হবে।
জাকাত ইসলামের ফরজ বিধান, ইসলামের পঞ্চস্তম্ভের একটি। প্রত্যেক স্বাধীন, পূর্ণবয়স্ক ও সম্পদশালী মুসলমান পুরুষ ও নারীর প্রতি বছর নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ দরিদ্র-দুস্থদের মধ্যে বিতরণের নিয়মকে জাকাত বলা হয়।
শরিয়ত নির্ধারিত সীমার বেশি সম্পদ হিজরি এক বছর ধরে কারও কাছে থাকলে তাকে সম্পদশালী বলে গণ্য করা হয় এবং তার বর্ধনশীল সম্পদের ২.৫ শতাংশ বা ১/৪০ অংশ দান করতে হয়। কোরআনে জাকাত শব্দের উল্লেখ এসেছে ৩২
বার, নামাজের পর জাকাতের কথাই সবচেয়ে বেশি বলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক:- এ. কে. এম. সামিউল হক
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft