বুধবার , ৩০ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা English
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. ফুটবল
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. রাজনীতি

রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রতিবেদক
The Daily World News
জুলাই ৩০, ২০২৫ ৪:৫০ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক | 30th July, 2025 9:44 am

‎রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে অনুভূত হয়েছে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (৩০ জুলাই) স্থানীয় সময় সকালে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে করে সুনামি সতর্কতা জারি করা হয়েছে অঞ্চলটিতে। খবর রয়টার্সের।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১২ মাইল গভীরে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল। তবে এ দুর্যোগে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, সুনামির জেরে পূর্ব এবং উত্তর-পূর্ব উপকূলে ১০ ফুট উচ্চতায় ঢেউ আছড়ে পড়তে পারে। সুনামি হতে পারে কামচাটকাতেও।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা ব্যবস্থা রাশিয়া, জাপান, আলাস্কা এবং হাওয়াইয়ের কিছু উপকূলে আগামী তিন ঘণ্টার মধ্যে ‘বিপজ্জনক সুনামি ঢেউ’ আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছে। গুয়াম ও মাইক্রোনেশিয়ার অন্যান্য দ্বীপ অঞ্চলের জন্যও সুনামি ওয়াচ (পর্যবেক্ষণ) কার্যকর রয়েছে।

‎এর আগে, গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

সর্বশেষ - অপরাধ