প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত
ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একদিন হিজাব পরা কোনো নারীর দায়িত্ব নেওয়ার স্বপ্নের কথা বলায় তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খবর ইন্ডিয়া টুডে’র।
মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী জনসভায় ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চরিত্র তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতের সংবিধান এমন কোনো বাধা দেয় না। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী, যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারেন। ওয়াইসির ভাষ্য, তার স্বপ্ন, একদিন হিজাব পরা কোনো কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন।
ওয়াইসির এই বক্তব্যে প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ভারত একটি হিন্দু জাতি ও হিন্দু সভ্যতা। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন, এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।
এরপর নাগপুরে সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কড়া সমালোচনা করেন ওয়াইসি। তিনি বলেন, তার মাথায় ‘টিউবলাইট’ আছে। সংবিধানে এমন কথা কোথায় লেখা আছে, সে প্রশ্ন তোলেন ওয়াইসি। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে এক সম্প্রদায়ের মানুষের জন্য শীর্ষ পদ সংরক্ষিত। কিন্তু ভারতে আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, তা অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ও শিক্ষিত চিন্তার ফল।
ওয়াইসি আরও বলেন, যারা সংবিধান বোঝেন না, তারাই এমন মন্তব্য করেন। এই দেশ শুধু একটি সম্প্রদায়ের নয়। ঈশ্বরে বিশ্বাস না করা মানুষদের জন্যও এই দেশ। তিনি হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতাকে সংকীর্ণ বলেও মন্তব্য করেন।
এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা ওয়াইসির বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি ওয়াইসিকে চ্যালেঞ্জ করে বলেন, আগে এআইএমআইএমের সভাপতি হিসেবে কোনো হিজাব পরা নারীকে দায়িত্ব দিন।
এই সব মন্তব্য এসেছে মুম্বাইয়ের আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে চলমান প্রচারের মধ্যেই। নির্বাচন হবে ১৫ জানুয়ারি। ফল ঘোষণা ১৬ জানুয়ারি।


















