আন্তর্জাতিক | 8th July, 2025 11:10 am
উত্তর গাজায় একটি রোডসাইড বোমা বিস্ফোরণে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) ৫ সেনা নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। এই ঘটনায় গাজায় ইসরায়েলের চলমান অভিযানের নিরাপত্তা কৌশল নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।
গাজার বেইত হানুনে রোডসাইড বোমা হামলায় নিহত নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের পঞ্চম ইসরায়েলি সেনার নাম ঘোষণা করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। তিনি হলেন, স্টাফ সার্জেন্ট মোশে শ্মুয়েল নোল। তার বয়স ২১ বছর। বাকি ৪ জন নিহত সেনার নাম এখনও প্রকাশ করেনি আইডিএফ।
নেটজাহ ইয়েহুদা ব্যাটালিয়ন মূলত অতি-অর্থোডক্স ইহুদি সেনাদের নিয়ে গঠিত, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করে।
বেইত শেমেশের স্থানীয় সম্প্রদায় তার মৃত্যুতে শোকাহত। স্থানীয় সিনাগগে তার বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
এই হামলার পর ইসরায়েল গাজায় তাদের অভিযান আরও তীব্র করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। গত ২৪ ঘণ্টায় গাজায় ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এদিকে, হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। ট্রাম্প দাবি করেছেন, গাজায় সেনা হতাহতের ঘটনা যুদ্ধবিরতি আলোচনাকে ব্যাহত করবে না।
অন্যদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গাজা থেকে বাস্তুচ্যুতদের জন্য তৃতীয় দেশে পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘কিছু দেশ এগিয়ে আসতে প্রস্তুত।’
নেতানিয়াহু ট্রাম্পকে শান্তি আলোচনা ত্বরান্বিত করার জন্য নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছেন। ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী স্টিভ উইটকফ বলেন, ‘এটি যুদ্ধ শেষ করার একটি সুযোগ।’
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft