মাত্র ৫১ টাকায় ক্যারিয়ার শুরু করেছিলেন উপমহাদেশের প্রবাদপ্রতিম গজল শিল্পী পঙ্কজ উদাস। গেয়েছেন প্রায় ৭০০ এর বেশি গান। গতকাল মাত্র ৭২ বছর বয়সে দীর্ঘ রোগভোগের পর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সংগীত তারকা।
কলকাতার গণমাধ্যম এই সময় এক প্রতিবেদনে জানাচ্ছে, মৃত্যুর আগে পরিবারের জন্য প্রচুর সম্পত্তি রেখে গেছেন পঙ্কজ উদাস। মিডিয়া রিপোর্ট বলছে, প্রায় ২৫ কোটি টাকারও বেশি সম্পত্তির মালিক ছিলেন শিল্পী।
ভারতের হিন্দি সিনেমা এবং ইন্ডি-পপের জগতে তার অবদান ভোলার নয়। লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি।
‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, ‘নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এসব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘নাশা’, ‘পয়মানা’, ‘হজরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তার ঝুলিতে।
বাবা কেশুভাই উদাস সরকারি চাকরিজীবী হলেও দিলরুবা বাজাতেন। ছোট থেকেই সংগীতের পরিবেশে বড় হয়ে ওঠা তাঁর। ১৯৮০ সালে ‘আহাত’ শিরোনামের গজল অ্যালবাম প্রকাশের মাধ্যমে তিনি তাঁর সংগীত দুনিয়ায় যাত্রা শুরু করেন। অল্প কিছুদিনের মধ্যেই তিনি বলিউডের সংগীতজগতে একটি উল্লেখযোগ্য নাম হয়ে ওঠেন।
প্রকাশক ও সম্পাদক:- এ. কে. এম. সামিউল হক
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft