দীর্ঘদিন প্রেমের পর প্রেমিক রোহনপ্রীতের সঙ্গে ২০২০ সালে বিবাহবন্ধনে আবন্ধ হন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর। বিয়ের পর থেকে খুব ভালো সময় কেটেছে নেহা ও রোহনপ্রীতের। তবে গেল বছর নেহার জন্মদিনের সময়
থেকেই চর্চায় এ দম্পতি। গুঞ্জন উঠেছে―বিচ্ছেদের পথে হাঁটছেন রোহন-নেহা।
অনেকেই বলছেন, ৮ বছরের ছোট স্বামী রোহনের সঙ্গে বনিবনা হচ্ছে না নেহার। তবে এবার বিচ্ছেদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নেহা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেহা কক্কর জানান, মানুষ তাদের নিয়ে সমালোচনা করতে ভালোবাসে, যেটা খুবই দুঃখজনক।
স্বামীর সঙ্গে বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আসলে কিছু মানুষ নিজের মনের মতো গল্প বানিয়ে নেন। আমি তাদের খুব বেশি পাত্তা দিই না। আমাদের দিকে গল্পটা কেবল আমার জানা।’
নেহার ভাষ্য,একটা সময় তিনি তার পুরো ধ্যান জ্ঞান পরিবার ও স্বামীকে দিয়েছিলেন। তবে এখন কাজে ফিরেছেন পুরোদমে। সেদিকে মন দিতে চান।
শেষে এ গায়িকা জানান, ‘আমার স্বামীকে আমি এখন আমার একটা সময়ের বড় অংশ দেয়ার চেষ্টা করি। তবে যেহেতু আমাদের বিয়ে তিন বছর পেরিয়ে গিয়েছি, তাই ফের কাজেই মনযোগ দিতে চাইছি।’
নেহা ও রোহানের দেখা হয় চণ্ডীগড়ে। প্রথম দেখাতেই প্রেমে পড়েন এই তারকা যুগল। নেহার চেয়ে বয়সে ৮ বছরের ছোট রোহান পেশায় গায়ক। তাকে মনে ধরে যায় গায়িকার। এরপর প্রেমকে পরিণয়ে রূপ দেন। ২০২০ সালের ২৪ অক্টোবর ধুমধাম আয়োজনে মালাবদল করেন তারা।
প্রকাশক ও সম্পাদক:- এ. কে. এম. সামিউল হক
ই-মেইলঃ- thedailyworldnewsoffice@gmail.com
© Design & Development By Ctg It Soft